বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২, ১১:৫৯ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক। ঝালকাঠির নলছিটি উপজেলার নলবুনিয়া মৌজার এক খন্ড জমি সাফ কবলা চুক্তি করেও তিন বছরও বুঝে পাইনি ক্রোতার জমি। এ ব্যাপারে কবলা সূত্রে মালিক মোঃ ফরিদ মল্লিক, জমি বিক্রেতা মোঃ আব্দুর রহিম ও তার ভাই আব্দুর রহমানকে অভিযুক্ত করে নলছিটি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘ তিন বছর পূর্বে স্থানীয় নলবুনিয়া মৌজার বাসিন্দা মোঃ আব্দুর রহিম ও আব্দুর রহমান সহোদরের কাছ থেকে ৩১ শতাংশ জমি ৫ লক্ষ টাকায় ৩০০ টাকার স্ট্যাম্পে বায়না চুক্তি করেন। বায়না সূত্রে মালিক মোঃ ফরিদ মল্লিক চলতি জুলাই মাসের ১ তারিখ ওই জমিতে গড় উত্তোলন করতে গেলে, ওই জমির ওয়ারিশ দাবিদার মোঃ জাকির ফকির ওই জমিতে ঘর উত্তোলনে বাধা দেয়।
ফরিদ মল্লিক অভিযোগে আরো উল্লেখ করেন, আব্দুর রহিম ও রহমান তারা দুই ভাই মিলে আমার কাছ থেকে তিন বছর পূর্বে নগদ পাঁচ লক্ষ টাকা জমি বাবদ গ্রহণ করে। জমির দলিল বুঝিয়া চাইতে গেলে আমার সাথে তালবাহানা করে। বর্তমানে ওই জমিতে ঘর উত্তোলন করায়, জমিদাতা রহিম ও আব্দুর রহমানের সহযোগিতায় ওয়ারিশ দাবিদার মোঃ জাকির ফকির তিনি তাল লোকজন ও দলবল নিয়ে ঘর ভাঙ্গার হুমকি ধামকি দিয়ে আসছে।
এ ব্যাপারে বায়না সূত্রে জমির মালিক মোঃ ফরিদ মল্লিক গত ২ জুন নলসিটি থানায় জমি দাতা দুই ভাইকে এবং ওয়ারিস দাবিদার মোঃ জাকির ফকির কে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে জমিদাতা ও ওয়ারিশ দাবিদার জাকির ফকিরের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, আমরা ফরিদকে ওই দাগ থেকে তার কাছে কোন জমি বিক্রি করিনি। হুমকি ধামকির ব্যাপারে তারা সম্পূর্ণ অস্বীকার করে।