শনিবার, ১০ Jun ২০২৩, ০১:৩৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:: নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৩ জন কেন্দ্রীয় নেতাকে আটক করা হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে তাদের আটক করা হয়।
এরা হলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
তবে বিএনপির পক্ষ থেকে শতাধিক নেতা-কর্মী আটক হওয়ার দাবি করা হয়।
১০ ডিসেম্বরের গণসমাবেশ উপলক্ষে বুধবার সকাল থেকেই নয়াপল্টনে জড়ো হতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা। এক পর্যায়ে জমায়েত বড় হয়ে রাস্তার এক পাশ বন্ধ হওয়ার উপক্রম হয়।
অপরদিকে, সকালে থেকেই বিএনপি কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই এলাকায় আরও বেশি পুলিশ মোতায়েন করা হয়। সুত্র:ইত্তেফাক