শনিবার, ১০ Jun ২০২৩, ০২:১২ অপরাহ্ন
উজ্জ্বল রায়, নড়াইল থেকে: নড়াইলে মোটর সাইকেল দুর্ঘটনায় ভিক্টোরিয়া কলেজের ছাত্র নিহত। নড়াইলে এক কলেজ ছাত্র মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র হৃদয় মোল্যা সদরের গোবরা গ্রামের নূর ইসলামের পূত্র।
নিহতের কাকা রফিকুল ইসলাম জানান, গতকাল ৩ ডিসেম্বর শনিবার দুপুর ১টার দিকে হৃদয় নড়াইল-মির্জাপুর সড়কে মোটরসাইকেল চালিয়ে মির্জাপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সাথে ধাক্কা লাগলে সে গুরুতর আহত হয়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।
এ ঘটনায় নড়াইল সদর থানার ওসি মোঃ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় নসিমন ও চালককে আটক করা সম্ভব হয়নি।