শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৭:০৬ অপরাহ্ন
মিজানুর রহমান (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের এলাঙ্গী ফকির পাড়া গ্রামের প্রবাসী আব্দুল গফুর সরকারের ছেলে তৌহিদ সরকারকে (৫) বটি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাটি আজ ১৯ ফেব্রুয়ারী শুক্রবার সকালে বাদশা সরকারের বাড়ীতে ঘটে।
স্থানীয় ও থানা পুলিশ সুত্রে জানাযায় যে এলাঙ্গী ফকির পাড়া গ্রামের প্রবাসী আব্দুল গফুর সরকার দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়া থাকেন। বাড়ীতে বাবা- মা, ভাই ও ছেলে মেয়েকে নিয়ে স্ত্রী দুলালী বেগম থাকেন। কাজের সন্ধানে বাড়ীর সবাই মাঠে কাজ করতে যায়। তৌহিদ সরকারের মা দুলালী বেগম ছেলেকে ঘরের ভিতর রেখে বাড়ীর পার্শ্বে ছিলেন। সকাল অনুমান সাড়ে ১১ টার দিকে ঘরের ভিতরে কে বা কাহারা তৌহিদকে বটি দিয়ে কুপিয়ে গলার অর্থেক কেটে মৃত অবস্থায় রেখে যায়।
পরে তৌহিদকে নিয়ে তৌহিদের মা ঘরের বাহিরে আসে। তৌহিদের চাচা সোলেমান ধুনট স্বাস্থ্য কমপ্রেক্সে তৌহিদকে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তৌহিদকে মৃত ঘোষনা করেন।
থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত করার জন্য প্রেরণ করেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা বলেন, তদন্ত অব্যাহত আছে। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।