শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৮:১৮ পূর্বাহ্ন
ফারুক আহমদ,বিশ্বনাথ প্রতিনিধি (সিলেট):: সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। মুহিত চৌধুরীকে সভাপতি ও ঝুমন আহমদকে সাধারণ সম্পাদক করে গত ৩ অক্টোবর রাতে দুই বছর মেয়াদের নতুন ওই কমিটির অনুমোদন প্রদান করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ বদরুল আলম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।
অনুমোদিত কমিটির নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে পূর্ণ্যাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ সভাপতি আবু সুফিয়ান রুবেল, ফয়ছল মিয়া, দিলাল আহমেদ, ওবায়দুর রহমান, আব্দুল আলী, যুগ্ম সম্পাদক পারভেজ উদ্দিন, সুয়েব আহমদ, সাংগঠনিক সম্পাদক আবদাল আবেদীন, ইমাদুর রহমান, রায়হান আহমদ, প্রচার সম্পাদক সুজেল আহমদ, দপ্তর সম্পাদক জুবের আলী, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কয়েছ মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক মল্লিক মিয়া, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সফিক মিয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক হাছান আহমদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জুবেল মিয়া, সমাজকল্যাণ সম্পাদক রিপন আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক নাদিয়া আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক সুহেল মিয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক দিলসাদ আলী, কার্যনির্বাহী সদস্য সুজন মিয়া, সারওয়ার মিয়া, রুবেল মিয়া।