শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৬:৩৯ পূর্বাহ্ন

নোটিশ
দেশ-বিদেশের সকল আপডেট খবর পেতে ভিজিট করুন অনলাইন ভার্সন ‘মদিনা কন্ঠ ’ ধন্যবাদ। দেশব্যাপি সংবাদদাতা নিয়োগ চলছে । 
ব্রেকিং নিউজ :

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ২৫০

মশা

অনলাইন ডেস্ক:: ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২০ জনে। ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৫০ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ বছর দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৬০২ জনে। এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৩৩ হাজার ৪৩১ জন। আর ঢাকার বাইরে ১৮ হাজার ১৭১ জন। চলতি মাসের ১৮ দিনে মৃত্যু হয়েছে ৭৯ জনের। আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৭৮ জন।

বিভাগভিত্তিক হিসাবে এ বছর সবচেয়ে বেশি ১৩১ জনের মৃত্যু হয়েছে ঢাকায়। এর মধ্যে ১২৯ জনের মৃত্যু রাজধানীর হাসপাতালে। ঢাকার পরে রয়েছে চট্টগ্রাম। এই বিভাগে এখন পর্যন্ত ৫৫ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে শুধু কপবাজারেই প্রাণ গেছে ২৪ জনের।

ডেঙ্গুর সবচেয়ে বড় প্রকোপ দেখা দেয় ২০১৯ সালে। ওই বছর মৃত্যু হয় ১৬৪ জনের। এর আগে কোনো বছর ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়ায়নি। এ বছর মৃতের ৩৩ শতাংশ শিশু।

নিউজ টি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন:-


© All rights reserved © 2018 MadinaKantho.com
Design & Developed BY Madina Kantho
error: Content is protected !!