রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩, ০৩:০৮ অপরাহ্ন
মদিনা কন্ঠ ডেস্ক:: বরিশালের হিজলা উপজেলার একটি ইটভাটা থেকে পালিয়ে নিখোঁজ হওয়া আগুন মিস্ত্রি খলিল সিকদারকে উদ্ধার করে, হিজলা থানায় সোপর্দ করা হয়েছে। উপজেলার ই আর বি ইটভাটায় আগুন মিস্ত্রি হিসেবে নিযুক্ত ছিলো উপজেলার বড়জালিয়া ইউনিয়নের দুর্গাপুর বাজারের আঃ আজিজ সিকদারের ছেলে খলিল সিকদার।
গত ২০ ডিসেম্বর সকাল থেকে তাকে আর ইটভাটায় না পেয়ে সহকারী আনোয়ার খলিলের বাড়িতেও তাকে খুজে পাওয়া যায়নি। অনেক নাটকীয়তার পরে তার স্ত্রী হালিমা দাবি করেন তার স্বামীকে ইটভাটার আগুনে ফেলে দিয়ে মেরে ফেলা হয়েছে। তাই সে তার স্বামী নিখোঁজ উল্লেখ করে হিজলা থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন।
এরপরই এলাকায় বিষয়টি সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে। এদিকে বিপাকে পড়ে যায় ইট ভাটার মালিক মোঃ শহিদুল ইসলাম মেলকার। তথ্য প্রযুক্তির সহায়তায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার আলমপুর ৪নং ওয়ার্ডের আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নির্মাণাধীন একটি ভবনে ২৮ ডিসেম্বরে রাত ২টায় তাকে সনাক্ত করেন। এরপর সেখান থেকে তাকে উদ্ধার করে ২৯ ডিসেম্বর দুপুরে প্রথমে ইটভাটায় আনা হয়। বিকেলে তাকে হিজলা থানায় সোপর্দ করা হয়েছে।
উদ্ধার হওয়া খলিল সিকদার জানায়, টাকার চাপ থেকে মুক্তি পেতে ঐদিন দুপুরে পালিয়ে লঞ্চ যোগে ঢাকায় আসেন। তার সাথে থাকা মোবাইলটি সে নিজে থেকেই বন্ধ করে রাখেন, যাতে কেউ তাকে খুজেঁ না পায়। তবে এলাকায় এতো কিছু ঘটে যাওয়ার ব্যাপারে সে কিছুই জানেনা।