মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৫:৪৭ অপরাহ্ন

নোটিশ
মদিনা কন্ঠ অনলাইন নিউজ পোর্টাল এর জন্য দেশের সকল জেলা উপজেলায় সংবাদদাতা আবশ্যক।
সর্বশেষ খবর
রাজাপুরে ব্রিজের বেহাল দশা, দুর্ঘটনার আশঙ্কা বরিশাল সিটি কলেজ এর উদ্যাগে ঈদে মিলাদুন্নবী উদযাপিত ঝালকাঠিতে  লক্ষ্যমাত্রার চেয়েও বেশি অর্জন, দিগন্ত জুড়ে আমনের মাঠ বরিশালের কামরুন নাহার আলোকিত নারী সন্মান পেলেন ভারতে রাজাপুরে পুকুরে বিষ দিয়ে দেশীয় প্রজাতির মাছ নিধন, দেড় লাখ টাকা ক্ষতি সাজা হয়েছিলো তিন মাসের পলাতক ছিলেন ৪০ বছর কেউ থাকতে দেয়না তাই তিন মাস ধরে পুকুরে মাঁচা বানাইয়া থাকি কোথাও জায়গা পাইনা হিজলায় নবাগত নির্বাহী অফিসের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা নড়াইলের মাঠে মাঠে সোনালি পাকা ধানের হাতছানি উৎসবের আমেজে চাষিরা ঝালকাঠিতে মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ এইচএসসি পরিক্ষার্থী নিহত আহত-১

জেলের জালে বিশাল আকৃতির এক শাপলাপাতা মাছ

শাপলাপাতা মাছ

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:: নড়াইলের কালিয়ায় মধুমতি ও নবগঙ্গা নদীর সংগমস্থলে জেলের জালে বিশাল আকৃতির এক শাপলাপাতা মাছ ধরা পড়েছে। শবিবার (৮ জুলাই) কালিয়া উপজেলার মহাজন উত্তর পাড়া গ্রামের জেলে রতন বিশ্বাস (৩০) পাইড় জাল ওই স্থানে ফেললে এ মাছটি আটকা পড়ে। রতন বিশ্বাস ওই গ্রামের মৃত বাসুদেব বিশ্বাসের ছেলে।

জেলে রতন বিশ্বাস বলেন, পাঁচ-ছয় ইঞ্চি ব্যাসের ফাঁস বিশিষ্ট পাইড়জাল পেতে রেখে সাধারণত পাঙাশ, বোয়ালসহ বড় বড় মাছ ধরি। এই জালেই ৫ মণ ওজনের মাছটি ধরা পড়েছে। এতো বড়ো মাছ এর আগে কখনো দেখিনি। এটি ৮০ হাজার টাকায় বিক্রি করেছি।

স্থানীয়রা জানান, শনিবার সকালে পাইড় জাল ওই স্থানে ফেললে বিশাল আকৃতির শাপলাপাতা মাছটি জেলের জালে আটকা পড়ে। এ খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ বিশাল এ মাছটি দেখতে ভিড় জমায় মহাজন উত্তর পাড়া শ্মশ্মানঘাটে। তাদের
ধারণা, মাছটির ওজন ৫ মণ হবে। উৎসুক এলাকাবাসী খাওয়ার জন্য মাছটি ৮০ হাজার টাকা কিনে ভাগবাটোয়ারা করে নেয়। পরে ৬শ টাকা কেজি দরে ভাগবাটোয়ারা করা হয়।

এ ব্যপারে কালিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হান বলেন, ৫ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ জেলেদের জালে ধরা পড়েছে শুনেছি। তবে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী শাপলাপাতা মাছ ধরা নিষিদ্ধ। এই মাছ
ধরার ক্ষেত্রে জেলেদেরকে আমরা নিষেধ করে থাকি।

Share This Post in Your Social Media

© All rights reserved ©  madinakantho.Com
Design & Developed BY Rahmatullah Palush