শনিবার, ১০ Jun ২০২৩, ০২:০৯ অপরাহ্ন

নোটিশ
দেশ-বিদেশের সকল আপডেট খবর পেতে ভিজিট করুন অনলাইন ভার্সন ‘মদিনা কন্ঠ ’ ধন্যবাদ। দেশব্যাপি সংবাদদাতা নিয়োগ চলছে । 

গোলামের কাজ গোলামী করা বাহাদুরী নয়, কবিতা।

গোলামের কাজ গোলামী করা বাহাদুরী নয়, কবিতা।লেখকঃ আবদুল্লাহ আল মামুন

দুনিয়ার ক্ষমতা বাহাদুরি মিছে মায়াই পড়ে রইলাম,
ভুলে গেছি আমরা আল্লাহর গোলাম।

যা কিছু ধরার মাঝে সবি তার দান,
তবু কেন গাফেল তুমি হয়েছো নাফারমান।

সামান্য একটু ক্ষমতা পেয়ে ভুলে গেলে তাকে,
একদিন তোমার বিচার করবে মহান আল্লাহ পাকে ।

সময় থাকতে ক্ষমা চাও হয়ে যাও সাবধান,
মাফ তিনি করতে পারেন তিনি রহমান।

গোলামের কাজ গোলামী করা বাহাদুরী নয়,
নম্র হয়ে চলবে সে কোরআন পাকে কয়।

এসো ভাই ফিরে আসি ধরি আল্লাহর পথ,
থাকবো সবাই সেই কাজে যে কাজে রাসূলের মথ ।

এখন থেকে মানবো হাদিস কোরআন অন্য কিছু নয়,
তাহলে তোমার মরন কালে পরকালে রবে না যে ভয়।

আরোও পড়ুন:-

নরসিংদীর শিবপুরে ৯টি ড্রামে ২০০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার।
নলছিটিতে স্কুল ছাত্রীর ওরনায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
নিখোঁজ মাদ্রাসা ছাত্রী জান্নাতির মরদেহ মিলল পুকুরে।

নিউজ টি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন:-


© All rights reserved © 2018 MadinaKantho.com
Design & Developed BY Madina Kantho
error: Content is protected !!