শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৯ পূর্বাহ্ন
মহান আল্লাহ তা’আলা বান্দাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। তাদের রিজিক দিয়েছেন তার কৃতজ্ঞতা আদায় করার জন্য। কিন্তু অনেকেই তার ইবাদত না করে উল্টো তার সঙ্গে শিরক করে। তার কৃতজ্ঞতা আদায় না করে অন্যের গোলামী করে। এতে বোঝা যাচ্ছে কিছু মানুষের স্বভাব অন্যায় ,অস্বীকার, বাড়াবাড়ি ও নেয়ামতের শুকরিয়া আদায় না করা । অতএব আপনি কোন পেরেশান বা হতাশ হবেন না? মানুষ যদি আপনার অনুগ্রহ ভুলে যায় আপনার দয়া অস্বীকার করে, উল্টো আপনার সঙ্গে শত্রুতা শুরু করে, আপনার অনুগ্রহের প্রতি হিংসা-বিদ্বেষ ও শত্রুতা দিয়ে শুরু করে। তবুও আপনি মন ক্ষুন্ন হবেন না? কিছু মানুষ এমনই হয়? মহান আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের সঠিক জ্ঞান দান করুক আমিন।