শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৭:৫০ পূর্বাহ্ন

নোটিশ
দেশ-বিদেশের সকল আপডেট খবর পেতে ভিজিট করুন অনলাইন ভার্সন ‘মদিনা কন্ঠ ’ ধন্যবাদ। দেশব্যাপি সংবাদদাতা নিয়োগ চলছে । 
ব্রেকিং নিউজ :

কবরে গিয়ে যদি কেউ পরিচয় দেয় আমি চরমোনাইর মুরিদ- কাজে আসবে না।

নিজস্ব প্রতিবেদকঃ- কবরে গিয়ে যদি কেউ পরিচয় দেয় আমি চরমোনাইর মুরিদ – এই পরিচয় কবরে কোন কাজে আসবে না –  পীর সাহেব চরমোনাই । কবরে হিসাব নিবে তার আমল নামা আর এই আমল নামার উপরে তার বিচার হবে । আল্লাহর হুকুম না মানিয়া যদি  কবরে গিয়ে যদি কেউ পরিচয় দেয় আমি চরমোনাইর মুরিদ এতে কবরের আজাব মাফ হবেনা ।১৮-০৯-১৯ আমছের আলী মাদ্রাসা মাঠ, সাভার, ঢাকা ।

এতে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বয়ানে উপরোক্ত কথা বলেন আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই ।

আরো পড়ুন:-

মানুষ সৃষ্টির সেরা জীব। কিন্তু এই মানুষই আবার কর্মের কারণে বর্তমান সময়ে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব বলে পরিগণিত হয়। যে মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ থাকে না, তাকে মানুষ বলা যায় না। মানুষ বলতে মানুষের ভেতর মানবীয় গুণ থাকতে হয়, মানবিক আচরণ থাকতে হয়। শুধুমাত্র মনুষ্যকূলে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে মানবিক গুণ, নৈতিকতা, সহিষ্ণুতা থাকতে হয়। চিন্তা-চেতনার বিকাশ, বিবেকবোধ, কান্ডজ্ঞান আর বিচার-বুদ্ধির ক্ষমতার কারণে মহান আল্লাহ তা’আলা মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন।

নিউজ টি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন:-


© All rights reserved © 2018 MadinaKantho.com
Design & Developed BY Madina Kantho
error: Content is protected !!