শনিবার, ১০ Jun ২০২৩, ০২:৩৮ অপরাহ্ন
মুখে নমস্কার বগলে ইট
একি চরিত্র !
ওহে রাজনীতির কীট ?
এক হাতে ধর্মের বাণী
আরেক হাতে ছুরি
ভাতৃত্বের কথা বলে
ফলা বসিয়ে পিঠে দিচ্ছ তারি ,
সিট সিট সিট |
কপালে তিলক সিঁদুরের ফোটা
কিংবা টুপি মাথায়
চোয়ালে দাড়ি ,
বিজয়ের নেশায় মশাল দিয়ে
ছাই করে চলেছো
মানুষের সম্পদ ঘরবাড়ি |
মানুষের প্রাণ নিয়ে
সদাই খেলো রক্তের খেলা
কবর শ্মশান তাই বাড়িছে দিনেদিনে ,
এ মৃত্যু কবে হবে শেষ
মনুষত্বের হবে উন্মেষ
শঙ্কা আশংকা ক্ষনেক্ষনে |
এই যদি হবে
কেনো বলো তবে
কল্যাণের কথা বলো ?
জেনে রাখো
মৃত্যুর বদলে মৃত্যুই আসে
মুখ লুকিয়ে মুখুশের খেলা
যতোই খেলো |