শনিবার, ০৬ মার্চ ২০২১, ০১:০৯ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:: পাবনার ঈশ্বরদীতে দাফনের ১২ দিন পর কবর থেকে এক বৃদ্ধার মরদেহ তুলে তার মাথা কেটে নিয়ে গেছে কে বা কারা। বৃহস্পতিবার সকালে উপজেলার জয়নগর কেন্দ্রীয় কবরস্থান থেকে মাথাবিহীন মরদেহটি উদ্ধার করে পুনরায় দাফনের ব্যবস্থা করেছে পুলিশ।
বুধবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানতে পেরে ঈশ্বরদী থানা ও সলিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে অবহিত করে কবরস্থান কমিটি। এরপর ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসীর উদ্দীন ও সলিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু ঘটনাস্থল পরিদর্শন করেন।
মরদেহটি জয়নগর পূর্বপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী ফজিলা খাতুনের (৮৫) বলে নিশ্চিত করেছে তার পরিবার। কবরস্থান কমিটি সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন ফজিলা খাতুন। পরে ওইদিনই পরিবারের পক্ষ থেকে জয়নগর কবরস্থানে তাকে দাফন করা হয়।
ওসি নাসির উদ্দীন বলেন, এ বিষয়ে পরিবারের অনুমতি নিয়ে ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এরপর মরদেহটি দাফন করার ব্যবস্থা নেওয়া হয়। তবে এ ঘটনার সঙ্গে কে বা কারা সম্পৃক্ত তা জানা যায়নি।
এদিকে, গত ৩১ অক্টোবর একইদিন ফজিলা খাতুনের মেয়ের জামাই মজিবর রহমানও মারা যান। শাশুড়ি ও জামাইয়ের একই এলাকায় বাড়ি হওয়ায় তাদের দুজনের কবর পাশাপাশি ছিল। কিন্তু ১২ দিন পর কবর খুঁড়ে কী কারণে মরদেহের মাথা কেটে নেওয়া হয়েছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।