রবিবার, ১৮ এপ্রিল ২০২১, ০৫:৩৪ পূর্বাহ্ন
হোছাইন মুহাম্মদ তারেক , ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষে পৌরসভার উদ্যোগে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় পৌরসভা চত্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে জাতির পিতার প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার। পরে সকল কাউন্সিলরগণ ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে পৌর সচিব কামরুল ইসলামের সঞ্চালনায় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের সভাপতিত্বে পৌরসভা কার্যালয়ে অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা সভা ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন ঈশ্বরগঞ্জ শাখার সুপার ভাইজার মুক্তা আক্তার, কাউন্সিলর জহিরুল ইসলাম সুজন, পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারীসহ ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক ও বিভিন্ন মসজিদের ইমাম বৃন্দ। শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।