শনিবার, ১০ Jun ২০২৩, ০২:২৭ অপরাহ্ন
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ):: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধান ক্ষেত থেকে এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ উপজেলার গালাহার গ্রামের ভেকুয়ার খালের পাশে ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করে। পুলিশ জানায় লাশ উদ্ধারের সময় গলায় স্কার্ফ ও কলা পাতার ডাটা দিয়ে পেঁচানো ছিল।
পুলিশের ধারণা সোমবার দিবাগত রাতের কোন সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। ময়মনসিংহের সিআইডি পুলিশ নিহতের আঙ্গুলের ছাপের মাধ্যমে লাশ শনাক্তের চেষ্টা চালিয়ে প্রাথমিকভাবে জানতে পারে নিহত মহিলা গৌরিপুর উপজেলার সহনাটি ইউনিয়নের হতিয়র গ্রামের হাদিস মিয়ার কন্যা রাবেয়া খাতুন (২৮)।
গৌরিপুর সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান জানান, পরিচয় নিশ্চিত হওয়ার জন্যে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় খোঁজ খবর নেওয়া হচ্ছে।