শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৭:১৪ পূর্বাহ্ন

নোটিশ
দেশ-বিদেশের সকল আপডেট খবর পেতে ভিজিট করুন অনলাইন ভার্সন ‘মদিনা কন্ঠ ’ ধন্যবাদ। দেশব্যাপি সংবাদদাতা নিয়োগ চলছে । 
ব্রেকিং নিউজ :

ঈশ্বরগঞ্জে গণহত্যা দিবসে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:: ঈশ্বরগঞ্জে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ফখরুল ইমাম।

২৫মার্চ গণহত্যার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নুরুল হুদা খান, ঈশ্বরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম খান , জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, সাধারণ সম্পাদক আব্দুল হাদী, ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া, প্রেসক্লাব সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার, ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, ঈশ্বরগঞ্জ সরকারী কলেজের প্রভাষক আজাদুল ইসলাম, সরকারী বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাবিলা বিনতে জামান প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, সহকারী কমিশনার ( ভূমি) সাঈদা পারভীন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধাগণ,আওয়ামীলীগ ও জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সরকারী দপ্তরের প্রধান, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মো. আসাদুজ্জামান।

নিউজ টি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন:-


© All rights reserved © 2018 MadinaKantho.com
Design & Developed BY Madina Kantho
error: Content is protected !!