শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০২:৫৯ পূর্বাহ্ন
এম বাহাউদ্দীন নোমান, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:: আজ (১৭ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় দশমিনা মুজাহিদ কমপ্লেক্সে আয়োজিত “ইসলামী আন্দোলন বাংলাদেশ” দশমিনা উপজেলা শাখার ২০২১ শেষনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
মাওঃ মোঃ তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে ও হাফেজ মোঃ ইব্রাহীম খলিল এর সঞ্চালনায় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলার সেক্রেটারি ও জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির শিক্ষক কল্যান সম্পাদক মাওঃ আর আই এম অহিদুজ্জামান।
এসময় প্রধান অতিধি তার বক্তব্যে বলেন, এই দক্ষিণ বঙ্গ ইসলামী হুকুমতের জন্য একটি উর্বর জমি, এখান থেকেই এই দেশে ইসলামী হুকুমতের সূচনা হবে ইনশাআল্লাহ। তিনি সকলকে দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য কুরআন সুন্নাহ অনুযায়ী সাহাবাদের অনুসরণে কাজ করার আহ্বান জানান।
উপজেলা সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দশমিনা উপজেলা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সম্মেলন শেষে প্রধান অতিধি ২০২০ শেষনের কমিটি বিলুপ্ত করে ২০২১ শেষনের কমিটির ঘোষনা করেন।
সভাপতিঃ- আলহাজ্ব মোঃ মজিবুর রহমান আজবাহার প্যাদা। সেক্রেটারিঃ- হাফেজ মুহাঃ ইব্রাহীম খলিল
এসময় নতুন কমিটিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দশমিনা উপজেলার নেতৃবৃন্দ।