শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৬:৪৭ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের খরমপুরে মাদ্রাসাছাত্রীদের ইভটিজিংয়ের অভিযোগে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত যুবক মো. রাসেল (২১) পৌর এলাকার দেবগ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।
আখাউড়া থানা সূত্র জানায়, খড়মপুর শাহ পীর কেল্লা শহীদ (রহ) দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের দুই শিফটে পরীক্ষা চলছে। পরীক্ষা দিতে আসা ছাত্রীদেরকে রাসেল উত্ত্যক্ত করছিল।
সোমবার (২০ জুন) বিকেলে মাদ্রাসার ছাত্রীদের সাথে অশ্লীল অঙ্গভঙ্গি করার সময় মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা তাকে আটক করে। পুলিশ এসে অভিযোগের সত্যতা পায় এবং রাসেলও ঘটনার সত্যতা স্বীকার করেন।
পরে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী অভিযুক্ত রাসেলকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।