শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া ইউনিয়নে আসামি ধরতে গিয়ে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্যসহ মোট ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক পুলিশ সদস্যের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়েগেছে। রোববার (১৫ মে) সকাল ১০টার দিকে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আধারমানিক লালারখিল এলাকায় এঘটনা ঘটে।
আহতরা হলেন, লোহাগাড়া থানার কনস্টেবল মো. জনি (২৮), কনস্টেবল শাহাদত হোসেন (২৭) ও স্থানীয় আবুলকাশেম (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি স্থানীয় কবির আহমদকে গ্রেপ্তার করতে পুলিশ তার বাড়ি ঘেরাও করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির আহমদ তার বাহিনীকে খবর দেয়।
তারা দ্রুত ঘটনাস্থলে এসে ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর আক্রমণ করে। এতে ধারালো দায়ের কোপে কনস্টেবল জনির বাম হাতের কব্জি বিচ্ছিন হয়ে গেছে। স্থানীয় আবুল কাশেম ও কনস্টেবল জনিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে।
আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহত এক পুলিশ সদস্যের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়েছে বলেও জানা গেছে।