শনিবার, ১০ Jun ২০২৩, ০২:২৩ অপরাহ্ন

নোটিশ
দেশ-বিদেশের সকল আপডেট খবর পেতে ভিজিট করুন অনলাইন ভার্সন ‘মদিনা কন্ঠ ’ ধন্যবাদ। দেশব্যাপি সংবাদদাতা নিয়োগ চলছে । 

আরেকটা ভূকম্পন চাই।। কবিতা।। সেন্টু রঞ্জন চক্রবর্তী

ভুমিকম্প

নিষ্প্রদীপ সন্ধ্যা নামে এখানে তেলতেলে বালিশে শিশুরা ঘুমায় মায়ের বুক জুড়ে
অকৃতিম স্নেহ ও আদরমাখা অন্ধকারে আগামীর স্বপ্ন রচিত হয় নিভৃতে ,
খড়কুটার কুসুম কুসুম উত্তাপে শীতের মোকাবেলা
নিরন্ন নিরুপায় মানুষের এ এক ভিন্ন পৃথিবী ,
প্রাণবন্ত এ শহরে রাত্রি ঘনায়
প্রাণহীন মানুষেরা পশুত্বের লীলায় মেতে উঠে
ঘৃণা ও নির্লজ্জ এ সকল প্রাণীদের থেকে আশ্রয়হীন সাধারণ মানুষগুলিই অসাধারণ মানবিক |

বাবুদের বাহারি বসতির জানালার কাঁচ ছুঁয়ে যেটুক আলো আসে তাতেই তাদের ঢের চলে যায় ,
অন্ধকার হাতড়িয়ে ভাতের ফুটু হাঁড়ি কিংবা ভাঙা ও চেপ্টে যাওয়া জলের কলসি আগলিয়ে রাখে তারা নিজেদের মতো করে ,
মশা-মাছি ও নর্দমার নোংরা জলে হামাগুড়ি দিয়ে
বেঁচে থাকা এই সব মানুষেরাই সভ্যতার সিঁড়ি গড়ে দেয় ,
অথচ এই সব কারিগরেরাই অবহেলিত ও নিষ্পেষিত মানবেতর জীবনযাপনে অভ্যস্ত হয়ে কালের স্রোতে ভেসে চলে ,
এই অদ্ভুত সমাজ তাদের উপেক্ষা করে চলেছে অনাদিকাল |

এই প্রাণহীন সভ্যতা বদলের সময় এসেছে সময়ের চাকা ঘুরাতে হবে নিজেদের হাতে ,
দিকভ্রান্ত দিশাহীন এই সমাজকে সঠিক পথের দিশা দেখাতে শেষবারের মতো আরেকটা প্রতিবাদ চাই ,
আরেকটা ভূকম্পন চাই , যাতে ঘুমিয়ে থাকা সকল আগ্নেয়গিরি অগ্নি লাভা হাতে নিয়ে একসাথে জেগে উঠে |

নিউজ টি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন:-


© All rights reserved © 2018 MadinaKantho.com
Design & Developed BY Madina Kantho
error: Content is protected !!