শনিবার, ১০ Jun ২০২৩, ০২:২৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:: তীব্র দাবদাহে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ গরমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আকাশে মেঘের চিহ্ন না থাকায় এবং বাতাসের আর্দ্রতা কমে যাওয়ায় মানুষের প্রাণ ওষ্ঠাগত।
এমন পরিস্থিতিতে ইসলাম ধর্মে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়ের নিয়ম রয়েছে। সোমবার (১৭ এপ্রিল) সকালে ঢাকার আফতাবনগর খেলার মাঠে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেন মুসল্লিরা।
সোমাবার সকালে আফতাবনগর এল ব্লক খেলার মাঠে ইসতিসকার নামাজে ইমামতি করেন মাওলানা আহমাদুল্লাহ। নামাজ শেষে তিনি গরম থেকে মুক্তি ও বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করেন।
এছাড়া, সবাইকে নিজ নিজ এলাকায় ইসতিসকার সালাত আদায়ের আহ্বান জানান মাওলানা আহমাদুল্লাহ।
ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা জুড়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং দেশের অন্যত্র বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
রবিবার ঢাকার ৪১.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা, গত ৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে, ১৯৬৫ ঢাকায় সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।