শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৭ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:: আবেগ লুকিয়ে রাখা সম্ভব হলো না তার পক্ষে। প্রথমে সংবাদ সম্মেলনে উপস্থিত একজনকে বকাঝকা করলেন কোনো একটা কারণে। তার কিছুক্ষণ পর ঘোষণাটা দিতে গিয়ে গলা ধরে এল তার। কয়েকবার চেষ্টা করেও কথা বলতে পারছিলেন না। ঘোষণাটা যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের।
চট্টগ্রামে আজ সংবাদ সম্মেলনে তামিম জানিয়ে দিলেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাচ্ছেন তিনি। গত বছরের জুলাইয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে গিয়েছিলেন তামিম, এতদিন শুধু টেস্ট আর ওয়ানডে খেলছিলেন। আজ সে দুই সংস্করণ থেকেও বিদায় নিয়ে নিলেন ৩৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান!
ব্যাখ্যায় শুধু বললেন, ‘আমার কাছে মনে হয়েছে এটাই সরে যাওয়ার সবচেয়ে ভালো সময়।’
আজ হঠাৎ করে তার সংবাদ সম্মেলনে ডাকার ধরনেই বোঝা গিয়েছিল, বড় কোনো ঘোষণা আসছে। সকাল থেকে ক্রিকেটাঙ্গনে গুঞ্জন ছিল, হয়তো ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দিতে পারেন তামিম, কিংবা আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরে চলে যেতে পারেন। শেষ পর্যন্ত দ্বিতীয়টিই সত্যি হলো। আফগানিস্তানের বিপক্ষে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেটিই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে থাকছে।