মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৬:৪৮ পূর্বাহ্ন
আলমগীর ইসলামাবাদী ,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ- চট্টগ্রামের আনোয়ারায় শহরগামী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাইদুল ইসলাম সুমন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সুমন বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বাণীগ্রামের জামাদার পাড়ার ব্যাংকার আবদু সামাদের পুত্র।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি ২১) সন্ধ্যা ০৭টার দিকে আনোয়ারা উপজেলার শোলকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাঁশখালী থেকে একটি মাল বোঝাই ট্রাক চট্টগ্রাম নগরীর দিকে দ্রুতগতিতে যাওয়ার সময় এ মোটরসাইকেলটিকে পিছন দিয়ে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে সাইদুল ইসলাম সুমনের মৃত্যু হয়। আর গুরুতর আহত হয় সাথে থাকা বাণীগ্রামের জেবল আহমদের পুত্র শেখ মোহাম্মদ (২০) নামে অপরজন। দ্রুত স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আনোয়ারা চাতরী চৌমুহনী ট্রাফিক পুলিশের ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, আমরা খবর পাওয়া মাত্র ছুটে গিয়েছিলাম। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনার বর্ণনা শুনে ধারণা করা হচ্ছে দ্রুতগতিতে আসা ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। আর ঘটনাস্থলে এ যুবকের মৃত্যু হয়। তবে গাড়িটি আটক করা সম্ভব হয়নি।
সাইদুল ইসলাম সুমন বাঁশখালী আলাওল সরকারি কলেজের অধ্যায়নরত ছাত্র। তার মৃত্যুতে বাঁশখালীতে শোকের ছায়া নেমে এসেছে।