শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৮:২৯ পূর্বাহ্ন

নোটিশ
দেশ-বিদেশের সকল আপডেট খবর পেতে ভিজিট করুন অনলাইন ভার্সন ‘মদিনা কন্ঠ ’ ধন্যবাদ। দেশব্যাপি সংবাদদাতা নিয়োগ চলছে । 
ব্রেকিং নিউজ :

অভিমান-সেন্টু রঞ্জন চক্রবর্তী

কবিতা_madinakantho

শরতের রাত শেষে
শিউলিরা ঝরে
পাঁপড়িতে জড়ানো কুয়াশা দেখে মনে হয়
অভিমানে রাতভর কেঁদেছিলো ,

তার শরীর ছুঁয়ে দেখলাম
মৃদু উত্তাপ আর ব্যর্থতার গ্লানি
রাতের স্বপ্নগুলোকে কি করে
কলঙ্ক কালিমায় ম্লান করে দিয়েছে !

শিউলিদের বাসর রাতের আকাঙ্খাগুলি
উড়িয়ে নিয়ে গেছে দখিনা হাওয়া
আমি কান পেতে শুনি –

রাত জাগা কষ্টের যন্ত্রণায়
ইচ্ছেগুলি পাথরে চাপা পরে কাতরায় ,
কেউ শুনতে পায়না আর্তনাদ
কেবল অবাক তাকিয়ে থাকে অবলার মতো।

নিউজ টি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন:-


© All rights reserved © 2018 MadinaKantho.com
Design & Developed BY Madina Kantho
error: Content is protected !!